ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় চন্দ্রমল্লিকা প্রদর্শনীর উদ্বোধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আগরতলায় চন্দ্রমল্লিকা প্রদর্শনীর উদ্বোধন  আগরতলায় চন্দ্রমল্লিকা প্রদর্শনীর উদ্বোধন। ছবি: বাংলানিউজ

রোববার (২৫ ডিসেম্বর) বিশ্ব চন্দ্রমল্লিকা দিবস উপলক্ষে আগরতলায় শুরু হয়েছে চন্দ্রমল্লিকা প্রদর্শনী ও প্রতিযোগিতা।

আগরতলা: রোববার (২৫ ডিসেম্বর) বিশ্ব চন্দ্রমল্লিকা দিবস উপলক্ষে আগরতলায় শুরু হয়েছে চন্দ্রমল্লিকা প্রদর্শনী ও প্রতিযোগিতা।

ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ডের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ও প্রতিযোগিতার এবার ১৭তম বছর।

সন্ধ্যায় রাজধানীর শিশু উদ্যানে এই প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিসেনথিমাম গিল্ডের সভাপতি ত্রিপুরা বিধানসভার সাবেক ডেপুটি ম্পিকার সুবল রুদ্র।

আগরতলায় চন্দ্রমল্লিকা প্রদর্শনীরাজধানীর বিভিন্ন এলাকার শখের ফুল চাষিরা এই প্রতিযোগিতায় তাঁদের ফুলের পসরা নিয়ে এসেছেন। প্রদর্শনীর উদ্বোধনের পর পুষ্পপ্রেমীরা ভিড় জমান।

তিনদিন ব্যাপী এই প্রদর্শনী ও প্রতিযোগিতা চলবে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত, সেদিন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ও পুরস্কার তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এসসিএন/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।