ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার নীরমহলে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
ত্রিপুরার নীরমহলে এখন পর্যটকদের উপচে পড়া ভিড় রাতের আলোকিত নীরমহল প্রাসাদ

ত্রিপুরা রাজ্য তথা সমগ্র ভারতের মধ্যে অন্যতম একটি পর্যটন স্থল হল সিপাহীজলা জেলার নীরমহল প্রাসাদ।

আগরতলা: ত্রিপুরা রাজ্য তথা সমগ্র ভারতের মধ্যে অন্যতম একটি পর্যটন স্থল হল সিপাহীজলা জেলার নীরমহল প্রাসাদ।

মূলত শীতের মওসুমে এখানে রাজ্য ও বর্হিরাজ্য এমনকি বিদেশি পর্যটকদের ভিড় দেখা যায়।

এই সময় প্রতিদিন পর্যটকরা যেমন রুদ্র সাগরের মাঝের নীরমহল প্রাসাদ দেখতে আসেন তেমনি বহু লোক পিকনিক করতে আসেন।

নীরমহল দেখতে আসা পর্যটকদের টিকিটসহ অন্যান্য পরিষেবা প্রদানের দায়িত্বে রয়েছে রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতি। এই সমিতির সম্পাদক সত্যবান দাস মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলানিউজকে জানান এই মওসুমে প্রতিদিন প্রায় ৭শ থেকে ১ হাজার পর্যটক নীরমহল প্রাসাদ দেখতে আসছেন। এমন ভিড় প্রতিবছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে।

সত্যবান দাস আরও জানান এ বছরের রেকর্ডসংখ্যক ভিড় হয়েছিল রবিবার (২৫ ডিসেম্বর) ক্রিসমাসের দিন। এদিন দেড় হাজারেরও বেশি পর্যটক ভিড় জমিয়ে ছিলেন।

তবে এবছর তার আশা গত বছরগুলোর তুলনায় ভিড় আরও বেশি হবে। এর কারণ হিসেবে তিনি বলেন এ বছর আগরতলার সঙ্গে দিল্লিসহ কলকাতার সরাসরি ট্রেন যোগাযোগ হয়েছে। তাই এ বছর বর্হিরাজ্যের পর্যটক আসবে।  

সারা ভারতে এমন দুটি জলমহল রয়েছে একটি ত্রিপুরা রাজ্যে ও অপরটি রাজস্থান রাজ্যে। তাই এর আকর্ষণ আলাদা।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।