ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আগরতলায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপন আগরতল‍ায় ডা. দীপু মনি

আগরতলায় বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডা. দীপু মনি।

আগরতলা: আগরতলায় বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডা. দীপু মনি।

আগরতলার ‘আরশি কথা’ পত্রিকার উদ্যোগে এ বিজয় দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে তিনি ত্রিপুরা রাজ্যে পৌঁছান।

সীমান্তে তাকে ফুল দিয়ে স্বাগত জানান- আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহম্মদ সাখাওয়াত হোসেন, ‘আরশি কথা’ পত্রিকার সম্পাদক শান্তনু ভট্টাচার্য্য শর্মা  প্রমুখ।

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রক‍াশ করেন ডা. দীপু মনি। এছাড়া মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানের কথা স্মরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এসসিএন/বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।