আগরতলা: ‘আরশি কথা’র উদ্যোগে শুক্রবার (৩০ ডিসেম্বর) আগরতলায় পালিত হলো বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস।
এদিন সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।
অনুষ্ঠানের শুরুতে ড. দীপু মনিকে সম্মাননা জানান ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট প্রাবন্ধিক ড. দেবব্রত দেবরায়। ডেপুটি স্পিকার পবিত্র করকে সম্মাননা জানান আরশি কথা পত্রিকার সম্পাদক শান্তনু ভট্টাচার্য (শর্মা)।
অনুষ্ঠানে দীপু মনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, আত্মার-আত্মীয়তার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনেকে কাজ করেছেন কিন্তু, তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানানো সম্ভব হয়নি। তবে আগামী দিনে তাদেরকে সম্মাননা জানানোর ইচ্ছে রয়েছে।
বাংলাদেশ যে দিনদিন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে তাও উল্লেখ করেন দীপু মনি।
ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর বলেন, আমরা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করতে পেরে গর্বিত। বাংলাদেশের পাশাপাশি ভারতেও বিজয় দিবস উদযাপন করা হয়।
আরশি কথা’র সম্পাদক শান্তনু ভট্টাচার্য (শর্মা) বলেন, ভারত-বাংলাদেশের মৈত্রীর সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাংলা একাডেমির উপসচিব ড. সাহাদাৎ হোসেন নিপু, বাংলাদেশের জাতীয় কবিতা পরিষদের সদস্য আসলাম সানি, আগরতলায় অবস্থিত বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের কমিশনার মোহম্মদ সাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বাংলাদেশ থেকে আগত কবি জহির রায়হানসহ অন্যান্য কবি-শিল্পীরা সঙ্গীত ও কবিতা পাঠ করেন শিল্পীরা। পাশাপাশি গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক এক গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করা হয়।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এসসিএন/জেডএস