শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে ধর্মগরের শ্রীপুর পঞ্চায়েত অফিস মাঠে এ উৎসব শুরু হয়।
লোক সংস্কৃতি উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজ সেবী মাখন লাল পাল, শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আদরিনি দাস, দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতে প্রধান মৃণাল দাস প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় এলাকার শিল্পীরা মনসা মঙ্গল, লোক গীতি, বাউল গান, ধামাইলসহ নৃত্য পরিবেশন করেন।
শিল্পীদের গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- কল্যাণ বাড়ৈ এবং সুদীপ দাস। অনুষ্ঠান শেষে বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এসসিএন/বিএস