ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নতুন রাজনৈতিক দল পিপলস কংগ্রেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
ত্রিপুরায় নতুন রাজনৈতিক দল পিপলস কংগ্রেস নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ/ছবি-বাংলানিউজ

আগরতলা: নতুন বছরের প্রথম দিন ত্রিপুরা রাজ্যে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।

রোবরার (০১ জানুয়ারি) দুপুরে আগরতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পিপলস কংগ্রেস নামের ওই দল গঠনের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ঘোষিত ১৬ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রদীপ চক্রবর্তী।

কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর সভাপতি প্রদীপ চক্রবর্তী জানান, মানুষের জন্য কাজ করতেই নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা হয়েছে।

নতুন দলের সভাপতি প্রদীপ চক্রবর্তীসহ আরও কয়েকজন সদস্য আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭

এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।