ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলার চলছে ১২তম আঞ্চলিক সরস মেলা

সুদীপ চন্দ্র নাথ, আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
আগরতলার চলছে ১২তম আঞ্চলিক সরস মেলা আগরতলার চলছে ১২তম আঞ্চলিক সরস মেলা

আগরতলা: হাতে তৈরি কাপড়, উলের পুতুল, বাঁশের তৈরি গৃহস্থালি ও গৃহসজ্জা সামগ্রী, মাটির তৈরি তৈজসপত্র, জামা-কাপড়, বিভিন্ন ফলের আচার, মশলা, কৃষিজাত পণ্য সবই রয়েছে- নিরাশ হয়ে ফেরার কোনো সুযোগ নেই। কিছু না কিছু আপনার মনে ধরবেই!

স্বসহায়ক দলের উৎপাদিত এসব পণ্য নিয়ে আগরতলার হাঁপানিয়া এলাকার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে ১২তম আঞ্চলিক সরস মেলা-২০১৭।

গত ২ জানুয়ারি শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত।

মেলায় আরও রয়েছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দফতরের প্রদর্শনী স্টল। মেলা প্রাঙ্গণে তুলে ধরা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র। প্রতিদিনই যেমন মেলায় পণ্য সমাহার বাড়ছে- পাল্লা দিয়ে বাড়ছে লোকসমাগম। সব পথ যেনো মিশেছে সরস মেলায়। রাজ্যের বাইরের ব্যবসায়ীরাও সরস মেলার প্রতি আগ্রহী হয়ে উঠছেন।

আগরতলার চলছে ১২তম আঞ্চলিক সরস মেলা

রাজ্যের বাইরে থেকে আসা অধিকাংশ ব্যবসায়ী কাশ্মীরি শাল, শীতের পোশাক, গৃহস্থালি সামগ্রী নিয়ে এসেছেন।

আগরতলার মাঝারি স্তরের ব্যবসায়ীরাও এনেছেন নানা সামগ্রী।

এ বছরের মেলা প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া জানালেন ব্যবসায়ীরা। পশ্চিম জেলার ডুকলী এলাকার এক স্বসহায়ক দল ‘নারী কল্যাণ গোষ্ঠী’ উলের তৈরি পুতুল, চাদর, শীতের পোশাক নিয়ে সাজিয়েছেন তাদের স্টল। মেলা প্রাঙ্গণে ঢুকলে প্রথমেই চোখে পড়বে তাদের স্টলটি।

আগরতলার চলছে ১২তম আঞ্চলিক সরস মেলা

এই দলের এক সদস্য তুলসী দে রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে জানান, গত বছরের তুলনায় এবার বিক্রি কম। জনসমাগম বেশি থাকলেও সে অনুযায়ী বিক্রি হচ্ছে না।

তবে মাটির তৈরি পণ্যের বিক্রি তুলনামূলক বেশি জানালেন রাজ্যের গোমতী জেলার পিত্রা এলাকার পাল পাড়ার কেবল পাল। কেরোসিনের বাতি, প্রদীপ, হুকা, কাপ-প্লেট নিয়ে এসেছেন তিনি। বললেন, প্রথম দফায় যা এনেছিলেন মেলা শুরুর দু’দিনের মধ্যে প্রায় সব পণ্য বিক্রি হয়ে গেছে তার।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।