ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় এক বাংলাদেশিকে পিটিয়ে মারার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ত্রিপুরায় এক বাংলাদেশিকে পিটিয়ে মারার অভিযোগ প্রতীকী

আগরতলা: ত্রিপুরায় এক বাংলাদেশিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কলমচৌড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তি কলমচৌড়া থানার অন্তর্গত নজরপুড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়িতে চুরি করতে গেলে এলাকাবাসীর হাতে ধরে পড়েন। পড়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়।

 

প্রাথমিক জানা গেছে, মৃত ব্যক্তির নাম জসীম উদ্দিন, বয়স আনুমানিক ৪২ বছর। তার বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার আলিপুর এলাকায়।

খবরের সত্যতা যাচাইয়ে কলমচৌড়া থানায় ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেন নি। সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) বাবুল দাস’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলেন নি।  

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭ 
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।