ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ৪ দিনের পুষ্প প্রদর্শনী শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আগরতলায় ৪ দিনের পুষ্প প্রদর্শনী শুরু আগরতলায় চার দিনব্যাপী ৩১তম বার্ষিক পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা

আগরতলা: আগরতলায় চার দিনব্যাপী ৩১তম বার্ষিক পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২৩ জানুয়রি) সন্ধ্যায় রাজধানীর কুঞ্জবন এলাকার রবীন্দ্র কাননে এই প্রর্দশনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের কৃষি দফতরের মন্ত্রী অঘোর দেববর্মা, রাজ্যের মুখ্য সচিব ওয়াই পি সিং, কৃষি দফতরের সচিব জি এস জি আয়ঙ্গার প্রমুখ।

মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কৃষি দফতরের মন্ত্রী অঘোর দেববর্মা।

পরে অতিথিরা সোসাইটির এ বছরের স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

এ সময় মন্ত্রী বলেন, রাজ্য সরকার কৃষিকে একটি মজবুত জায়গায় নিয়ে যেতে চায়। এর জন্য রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। রাজ্যের কৃষকরা বিজ্ঞান ভিত্তিকভাবে চাষাবাদ করায় এখন উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে।
আগরতলায় চার দিনব্যাপী ৩১তম বার্ষিক পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা
হর্টিকালচার সোসাইটি অব ত্রিপুরার উদ্যোগে চার দিনব্যাপী এই প্রদর্শনী ও প্রতিযোগিতা চলবে আগামী ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত।

প্রথম দিনই প্রদর্শনী প্রাঙ্গণে প্রচুর পুষ্পপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। উপস্থিত বিভিন্ন বয়সী মানুষ শীতের বাহারি ফুলের সঙ্গে সেলফি তোলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরই প্রদর্শনীতে প্রতিযোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এসসিএন/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।