ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

অলিম্পিক আসর সামনে রেখে আগরতলায় বাছাই পর্ব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
অলিম্পিক আসর সামনে রেখে আগরতলায় বাছাই পর্ব শুরু প্রতিযোগিদের নিয়ে ম্যারাথন দৌড়

আগরতলা: ২০২০ ও ২০২৪ সালের অলিম্পিকের আসরকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলা ভিত্তিক সম্ভাব্য প্রতিযোগি বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) আগরতলার বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে এ বাছাই প্রক্রিয়া শুরু হয়।

এ সময় ভারতের একমাত্র নারী অলিম্পিয়ার্ড জিমনাষ্ট দীপা কর্মকারের কোচ দ্রোনাচার্য্য বিশ্বেশ্বর নন্দী প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ বাছাই পর্বে সূচনা করেন।

এতে উপস্থিত ছিলেন- ত্রিপুরা স্কুল স্পোর্টস কাউন্সিলের অধিকর্তা দিলীপ চক্রবর্তী, রাজ্যের বরিষ্ট ক্রীড়া সাংবাদিক তথা ভারতীয় স্পোর্টস জার্নালিষ্ট ফেডারেশনের সহ-সভাপতি সরযূ চক্রবর্তী প্রমুখ।

শেষে পশ্চিম জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিযোগিদের নিয়ে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসসিএন/এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।