ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ১০ লাখ রুপির গাঁজা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
ত্রিপুরায় ১০ লাখ রুপির গাঁজা উদ্ধার ত্রিপুরায় গাঁজা উদ্ধার/ ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের উড়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪শ ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশের সদস্যরা।

রোববার (০৫ ফেব্রুয়ারি) উড়াবাড়ী এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।

ত্রিপুরা রাজ্যের মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত দেবনাথ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উড়াবাড়ী এলাকার একটি জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত স্থানে পলিথিনে মোড়ানো ৫৪টি গাঁজার প্যাকেট উদ্ধার করে।

এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে ওই গাঁজার প্যাকেট জড়ো করা হয়েছিল।

গাঁজার অনুমানিক মূল্য ১০ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
এসসিএন/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।