ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ননী গোপাল, ত্রিপুরেন্দ্র ভৌমিক ও রবীন সেনগুপ্তকে স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ননী গোপাল, ত্রিপুরেন্দ্র ভৌমিক ও রবীন সেনগুপ্তকে স্মরণ ননী গোপাল, ত্রিপুরেন্দ্র ভৌমিক ও রবীন সেনগুপ্তকে স্মরণ/ ছবি: বাংলানিউজ

আগরতলা: সদ্যপ্রয়াত সঙ্গীত শিল্পী ননী গোপাল চক্রবর্তী, যন্ত্রশিল্পী ত্রিপুরেন্দ্র ভৌমিক ও আলোকচিত্রী রবীন সেনগুপ্তের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ত্রিপুরার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর এবং ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক গৌতম দাশসহ বিভিন্ন গুণীজন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এরা তিনজনে নিজ নিজ ক্ষেত্রে ছিলেন স্বমহিমায় গৌরব উজ্জ্বল। তাদের প্রয়াণে রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এসসিএন/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।