ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

৬ দফা দাবিতে ভারতজুড়ে চলছে ব্যাংক হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
৬ দফা দাবিতে ভারতজুড়ে চলছে ব্যাংক হরতাল ৬ দফা দাবিতে ভারতজুড়ে চলছে ব্যাংক হরতাল

আগরতলা: বিমুদ্রাকরণ নীতির কারণে দেশের ব্যাংকগুলোর যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তার দায় সরকারকে নেওয়াসহ মোট ছয়দফা দাবিতে ভারতজুড়ে চলছে ব্যাংক হরতাল।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস একদিনের জন্য এ হরতালের ডাক দেয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের সব ব্যাংক শাখায় চলছে এ হরতাল।

সারাদেশের সঙ্গে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের ত্রিপুরা রাজ্য কমিটিও হরতালে যোগ দিয়েছে।

এদিন সকাল থেকে বন্ধ রয়েছে আগরতলাসহ রাজ্যের সবকটি এলাকার ব্যাংক শাখা। হরতালের আওতায় নিয়ে আসা হয়েছে ব্যাংকের ই-কর্নারসহ এটিএম বুথগুলোও। তাই ত্রিপুরার সাধারণ মানুষ ব্যাংকের সব ধরনের পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন।

ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের সদস্যরা আগরতলার বিভিন্ন ব্যাংক শাখার সামনে দাঁড়িয়ে তাদের দাবির সমর্থনে প্রচারণা চালাচ্ছেন।

এদিনের হরতাল সফল করার জন্য ফোরামের পক্ষে সাধারণ মানুষের সহযোগিতাও চাওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসসিএন/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।