ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ৪৫তম জাতীয় সুরক্ষা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
আগরতলায় ৪৫তম জাতীয় সুরক্ষা দিবস পালিত ৪৫তম জাতীয় সুরক্ষা দিবস

আগরতলা: ত্রিপুরা সরকারের পূর্ত দফতরের উদ্যোগে ৪৬তম জাতীয় সুরক্ষা দিবস পালিত হয়েছে। শনিবার (০৪ মার্চ) আগরতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের ট্রাফিক দফতরের এসপি স্মৃতি রঞ্জন দাসসহ পূর্ত ও আগরতলা উড়াল সেতু নির্মাণের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও শ্রমিকরা।
সুরক্ষা সরঞ্জামের প্রদর্শনী
উপস্থিত শ্রমিকদের বুঝিয়ে দেওয়া হয় যে বিভিন্ন উচ্চতায় ও আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতির সঙ্গে কাজ করার সময় কি ধরনের সুরক্ষা ব্যবস্থা নিতে হয়।

পরে নির্মাণ কাজের জন্য ব্যবহৃত বিভিন্ন সুরক্ষা সরঞ্জামের প্রদর্শনীও করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসসিএন/‌এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।