ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় মাতৃভাষা উৎসব অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
আগরতলায় মাতৃভাষা উৎসব অনুষ্ঠিত আগরতলায় মাতৃভাষা উৎসব অনুষ্ঠিত

আগরতলা: মাতৃভাষা মিশনের আগরতলা বিভাগীয় কমিটির উদ্যোগে মহান ২১ ফেব্রুয়ারি পালিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আগরতলা স্থিত বাংলাদেশ অ্যাসিস্টেন্ট হাইকমিশনের প্রথম সচিব মোহম্মদ মনিরুজামান, মাতৃভাষা মিশনের চেয়ারম্যান ড. গোপালমনি দাস, মাতৃভাষা মিশনের সভাপতি অগ্নি কুমার আচার্য্য, সম্পাদক আশিষ কুমার বৈদ্য, ত্রিপুরা বাংলা সাহিত্য সংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক, লায়ন্স ক্লাব আগরতলা গ্যালাক্সির চেয়ারপারসন বিশ্বনাথ দাস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালন করেন।

এরপর প্রধান অতিথি জীতেন্দ্র চৌধুরী বলেন, মাতৃভাষা দিবস পালনের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। প্রতিদিনই মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতির আগেই বাংলাদেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যে মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে।

বাংলাদেশের অ্যাসিস্টেন্ট হাই কমিশনের প্রথম সচিব মোহম্মদ মনিরুজামান বলেন, বাংলা ভাষাকে মুছে দিতে জঘন্য চেষ্টা করেছিল পাকিস্তান।

অনুষ্ঠানে কবি শিল্পীরা কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
এসসিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।