ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

হোলির সন্ধ্যায় আগরতলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
হোলির সন্ধ্যায় আগরতলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ আগরতলায় বিজেপি-কংগ্রেস সংঘর্ষ/ছবি: বাংলানিউজ

আগরতলা: হোলির সন্ধ্যায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে আগরতলায়।

সোমবার (১৩ মার্চ) ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক অভিযোগ করেন, রাজধানীর আখাউড়া রোড এলাকায় তাদের দলের পতাকা লাগাচ্ছিলেন এক কর্মী। এসময় তৃণমূল কংগ্রেস কর্মীরা পতাকাগুলো খুলে ফেলে দেন।

ওই বিজেপি কর্মী এর প্রতিবাদ জানালে তাকে মারধর করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে বিজেপির কর্মী-সমর্থকরা পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পুলিশের গাড়িতেও হামলা চালায় তারা। এসময় তৃণমূল কর্মীরা থানার সামনে এলে উভয় দলের কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ শপ্তর্ষী। পরে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসসিএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।