ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ভোক্তা অধিকার বিষয়ক আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আগরতলায় ভোক্তা অধিকার বিষয়ক আলোচনা ভোক্তা অধিকার বিষয়ক আলোচনা, ছবি: বাংলানিউজ

আগরতলা: ভরতের আগরতলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) ত্রিপুরা সরকারের খাদ্য মন্ত্রণালয়, সদর মহকুমা প্রশাসন এবং পশ্চিম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ সভা অনুষ্ঠিত।

সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী ভানু লাল সাহা, আগরতলা হাই কোর্টের সাবেক বিচারপতি তথা ক্রেতা স্বার্থবিষয়ক কমিশনের চেয়ারম্যান ইউ বি সাহা, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা প্রমুখ।

এ বছরের বিশ্ব ভোক্তা অধিকার দিবসের মূল ভাবনা ‘ডিডিটাল যুগে ক্রেতাদের অধিকার’।

সভায় বক্তারা পণ্য সামগ্রী ক্রয় করার সময় সাধারণ ক্রেতাদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসসিএন/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।