ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আগরতলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে আলোচনা সভা আগরতলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে আলোচনা সভা-ছবি-বাংলানিউজ

আগরতলা: আগরতলায় পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। 

আগরতলায় নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্টেন্ট হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাসিস্টেন্ট হাইকমিশনার সেখাওয়াত হোসেন, প্রথম সচিব মোহম্মদ মনিরুজ্জামান, দ্বিতীয় সচিব ইকবাল হোসেন, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক ও রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ড. দেবব্রত দেবরায় প্রমুখ।

 

দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। সবশেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী কেক কেটে উদযাপিত হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭ 
এসসিএন/আরআর/এমজেএফ        
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।