ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শিলাবৃষ্টিতে ত্রিপুরায় আমের ব্যাপক ক্ষতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
শিলাবৃষ্টিতে ত্রিপুরায় আমের ব্যাপক ক্ষতি শিলাবৃষ্টিতে ত্রিপুরায় আমের ব্যাপক ক্ষতি-ছবি বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। সেইসঙ্গে অন্য ফসলেরও ক্ষতি হয়েছে।

শনিবার (১৯ মার্চ) বিকেলের শিলাবৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষকের।  

শিলাবৃষ্টিতে গাছের ছোট ছোট আম ঝরে পড়েছে।

রাজ্যের পশ্চিম জেলাসহ বিভিন্ন এলাকায় আমের মুকুল দেখে এবছর চাষিরা বাম্পার ফলনের আশা করেছিলেন। কিন্তু মুকুল থেকে আমের আকার নেওয়ার আগ মুহূর্তে শিলাবৃষ্টিতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে বাংলানিউজকে জানান আগরতলার ভাটি অভয়নগরের এক চাষি।

রোববার (১৯ মার্চ) সরেজমিনে দেখা যায়, শিলাবৃষ্টিতে আম গাছের নিচে ঝরে পড়েছে কচি আম। গাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুধু আমহীন শাখা। কোনো কোনো শাখায় একটি-দু’টি আম থাকলেও বেশিরভাই শূন্য।  

চাষিরা আরও জানান, ঝরে পড়া আমের আকার বেশি ছোট। তাই এই আম কোনো কাজে লাগানো যাবে না। এখন এগুলো ফেলে দিতে হবে।

শিলাবৃষ্টি ও ঝড়ের দাপটে আম গাছের পাশাপাশি ভেঙে গেছে বহু গাছপালা। ঝড়ের পরে রাজ্যের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাজ্যে বিদ্যুৎ সংযোগ দিতে কর্মীরা কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এসসিএন/আরআর/এসএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।