ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বিএসএফ-বিজিবি প্রীতি ভলিবল ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
ত্রিপুরায় বিএসএফ-বিজিবি প্রীতি ভলিবল ম্যাচ

আগরতলা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ৪৭ ব্যাটালিয়ন ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র ২৩ ব্যাটালিয়নের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) ত্রিপুরার গোমতী জেলার করবুক এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে হয় এ ম্যাচ।  

ম্যাচে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ ব্যাটালিয়নের কমান্ডেন্ট আর কে শ্যাম এবং বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ।

খেলায় বিএসএস জওয়ানরা করেন ৫৯ পয়েন্ট এবং বিজিবি জওয়ানরা করেন ৫৭ পয়েন্ট।

নিয়ম অনুসারে বিএসএফ জওয়ানরা জয়ী হলেও জয় হয়েছে ভ্রাতৃত্বের, এমন মত উভয় দেশের বাহিনীর।  

এতে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন উভয় দেশের সীমান্ত এলাকার বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।