ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

স্বাধীনতা দিবসে আগরতলায় আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
স্বাধীনতা দিবসে আগরতলায় আলোচনা স্বাধীনতা দিবসে আগরতলায় আলোচনা-ছবি-বাংলানিউজ

আগরতলা: বাংলাদেশের স্বাধীনতা দিবসে আগরতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) আগরতলার বাংলাদেশ অ্যাসিস্টেন্ট হাইকমিশন দিবসটি উদযাপন করে।

আগরতলা টাউন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিরেন- ত্রিপুরা মধ্যশিক্ষা দফতরের সভাপতি অধ্যাপক মিহির দেব, বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, আগরতলায় নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্টেন্ট হাইকমিশনার মোহম্মদ সেখাওয়াত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসিস্টেন্ট হাই কমিশনের প্রথম সচিব মো. মনিরুজ্জামান।

উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত নৃত্যম নৃত্যশীলন কেন্দ্রের শিল্পীরা। সংগীত পরিবেশন করেন কামাল আহমেদ ও নার্গিস চৌধুরী। এছাড়া একাধিক শিল্পী কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

মানিক সরকার বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে পর্যুদস্ত করার জন্য নেতিবাচক ভূমিকা নিয়ে যারা ছিলো, তাদের অনেকেই হয়তো আজ বেঁচে নেই। কিন্তু তাদের উত্তরস‍ূরিরা এখনও সক্রিয়। তারা নানাভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, বাংলাদেশের উন্নয়নকে প্রতিহত করার চেষ্টা করছে।

ভারত ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
এসসিএন/আরআর/টিআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।