ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

স্বাস্থ্যসূচকে ত্রিপুরার অভূতপূর্ব সাফল্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
স্বাস্থ্যসূচকে ত্রিপুরার অভূতপূর্ব সাফল্য স্বাস্থ্যসূচকে ত্রিপুরার অভূতপূর্ব সাফল্য

আগরতলা: স্বাস্থ্যস‍ূচকে ত্রিপুরা রাজ্যের সাফল্য অভূতপূর্ব বলে দাবি করেছে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

সোমবার (২৭ মার্চ) ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি হাজারে দেশে শিশুমৃত্যুর জাতীয় গড় যেখানে ৩৭ জন, সেখানে ত্রিপুরা রাজ্যে ২০ জন।

তেমনি জন্মহারের ক্ষেত্রে জাতীয় গড় যেখানে ২০ দশমিক ৮ জন, সেখানে ত্রিপুরার গড় ১৪ দশমিক ৭ জন।

প্রতি হাজারে মৃত্যুহার জাতীয় গড় যেখানে দেশে ৬ দশমিক ৫ জন, সেখানে ত্রিপুরায় ৫ দশমিক ২ জন। জনসংখ্যা বৃদ্ধির হারের ক্ষেত্রে জাতীয় গড় ১৪ দশমিক ৩, ত্রিপুরায় মাত্র ৯ দশমিক ৫ জন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ, ২০১৭
এসসিএন/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।