ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ছাত্রী হত্যাকারীর ফাঁসির দাবিতে ত্রিপুরায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ছাত্রী হত্যাকারীর ফাঁসির দাবিতে ত্রিপুরায় বিক্ষোভ ছাত্রী হত্যাকারীর ফাঁসির দাবিতে ত্রিপুরায় বিক্ষোভ

আগরতলা: উত্তর জেলার ধর্মনগরে বীনা দে (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রজত তাঁতী নামে এক ব্যক্তির ফাঁসির দাবিতে ত্রিপুরা রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিল জোরালো হচ্ছে।

বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষও এ ইস্যুতে রাজপথ ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠছে।

মঙ্গলবার (২৮ মার্চ) ধর্ষক ও হত্যাকারীর বিচারের দাবিতে একাধিক সংগঠনের প্রতিবাদ মিছিল করার কথা।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত রজত তাঁতীর কঠোর শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপির নারী মোর্চা। পরে রাজধানীর আগরতলার কুঞ্জবন এলাকার মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে ওই ছাত্রীর প্রতি শ্রাদ্ধাজ্ঞাপন করে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করে দলাটি।

একই দাবিতে এদিন আগরতলার রাজপথে মোমবাতি মিছিল করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদ।

এই ইস্যুতে রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আগরতলার পাশাপাশি রাজ্যের অন্য স্থানেও বিক্ষোভ মিছিল করা হচ্ছে।

গত ২৫ মার্চ (শনিবার) রাজ্যের ধর্মনগরের পদ্মপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী বীনা দে’কে রাতে ফোনে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যা করেন রজত তাঁতী নামের এক যুবক। এ অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসসিএন/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।