ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বাসন্তী পূজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
আগরতলায় বাসন্তী পূজা আগরতলায় বাসন্তী পূজা-ছবি-বাংলানিউজ

আগরতলা: আগরতলায় মন্দিরে মন্দিরে শুরু হয়েছে বাসন্তী পূজা।

রোববার (০২ এপ্রিল) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীকে বরণ করে নেওয়া হবে। প্রতি বছরের মতো এবছরও আগরতলাসহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় মন্দির, সার্বজনীন ও ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে বাসন্তী পূজা।

 

রোববার সকাল থেকে শহরের বিভিন্ন প্রতিমা শিল্পীদের কাছ থেকে পূজা প্যান্ডেলে প্রতিমা নিয়ে যেতে দেখা যায়। এসময় বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে দেবীকে আগমন জান‍ানো হয়।  

সন্ধ্যায় বেলতলায় হবে সূচনা পূজা।

হিন্দুশাস্ত্র মতে, বাসন্তী পূজায় দেবী দুর্গারই আরাধনা করা হয়। বসন্ত ঋতুতে দেবীর পূজা হয় বলে এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়। হেমন্ত ঋতুতে দেবী দুর্গাকে পূজা করার প্রচলণ রয়েছে। তখন দেবীকে কাত্তায়নী নামে পূজা করা হয়। এইসব পূজাতেও শরৎকালের মতো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা শেষে দশমীতে দেবীকে বিসর্জন দেওয়া হয়।

বাসন্তী পূজা উপলক্ষে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে প্রচুর মানুষের সমাগম হয়েছে। দুর্গাবাড়ির সামনে বসেছে মেলাও।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসসিএন/আরআর/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।