ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জিমন্যাস্ট দীপা কর্মকারের হাঁটুতে অস্ত্রোপচার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
জিমন্যাস্ট দীপা কর্মকারের হাঁটুতে অস্ত্রোপচার জিমন্যাস্ট দীপা কর্মকারের হাঁটুতে অস্ত্রোপচার

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যের নারী অলিম্পিয়াড জিমন্যাস্ট দীপা কর্মকারের ডান পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে।

অস্ত্রোপচারের পর তিনি নিজেই ছবিসহ টুইট করে এ কথা জানান। মঙ্গলবার (০৪ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রপচার করা হয়।

বুধবার (০৫ এপ্রিল) সকালে দীপার বাবা দুলাল কর্মকার বাংলানিউজে জানান, সফল অস্ত্রোপচ‍ারের পর এখন তিনি সুস্থ আছেন। মুম্বাইয়ের ওই হাসপাতালে তার সঙ্গে রয়েছেন কোচ বিশ্বেশ্বর নন্দী। তার শরীরিক অবস্থা দেখভাল করছেন ফিজিও থেরাপিস্টসহ বিশেজ্ঞ চিকিৎসক দল।

সম্প্রতি দিল্লিতে অনুশীলনের সময় দীপা ডান পায়ের হাঁটুতে মারাত্মক চোট পান। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়।

আগামী ১৮ মে থেকে থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে এশিয়ান জিমন্যাস্টিক্স টুর্নামেন্ট। স্বাভাবিকভাবে সেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে হয়েছে দীপা কর্মকারকে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসসিএন/জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।