ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলা ম্যারাথনের মশাল বাংলাদেশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
আগরতলা ম্যারাথনের মশাল বাংলাদেশে আগরতলা ম্যারাথনের মশাল বাংলাদেশে-ছবি-বাংলানিউজ

আগরতলা: দশম আগরতলা মৈত্রী ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। উভয় দেশের মধ্যে সৌহার্দ্যের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই মশাল এখন বাংলাদেশে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ড. বৃন্দাবন বিহারী দাশ কাঠিয়া বাবার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল মশালটি আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে নেন।  

তাদের অভ্যর্থনা জানাতে আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের ক্রীড়া, যুব কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী।

 

এসময় মন্ত্রী বৃন্দাবন বিহারীর হাতে মশাল ত‍ুলে দিয়ে তাদের শুভকামনা জানান। মন্ত্রী বলেন, এই যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে উভয় দেশের মধ্যে মৈত্রী ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করা।  

উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে এই যাত্রা সহায়ক হবে বলে মনে করেন তিনি।

আগামী ৮ আগস্ট মশালসহ প্রতিনিধি দলটি আগরতলায় ফিরে যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসসিএন/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।