ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় শিক্ষার্থীদের উৎসাহ বৃত্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
ত্রিপুরায় শিক্ষার্থীদের উৎসাহ বৃত্তি সংখ্যালঘু ছাত্রীদের উৎসাহ বৃত্তি

আগরতলা: ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত সদর মহকুমার বিভিন্ন স্কুলের সংখ্যালঘু ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ বৃত্তি দেওয়া হয়েছে। সদর মহকুমা শাসকের অফিসের উদ্যোগে ষষ্ঠ থেকে নবম শ্রেণির সংখ্যালঘু ছাত্রীদের মাঝে এ বৃত্তি দেওয়া হয়।

রোববার (০৯ এপ্রিল) সপ্তাহিক ছুটির দিনের সদর মহকুমা শাসকের (এসডিএম) অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন স্কুলের মোট ১০৫ জন ছাত্রীর হাতে বৃত্তি তুলে দেন এসডিএম সুমিত রায় চৌধুরী।

গত বছরের তুলনায় এ বছর বৃত্তি প্রাপকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান সুমিত রায় চৌধুরী।

তিনি ছাড়াও অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসসিএন/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।