বছর ত্রিশের শিবুর স্ত্রী ও দুই সন্তানসহ চারজনের পরিবার। অন্যের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করে নুন আনতে পান্তা ফুরোতো তার।
এক বিঘা জমিতে কাগজি লেবুর চারা লাগান একশো। তার এ আগ্রহ দেখে এগিয়ে আসে স্থানীয় দ্বারিকাপুর গ্রামপঞ্চায়েত। পঞ্চায়েত থেকে আর্থিক সহায়তা ও পরামর্শ পান। এ বছর তার লেবু বাগানে ফলন ধরেছে। ইতোমধ্যে বিক্রি করেছেন ৩০ হাজার রুপির লেবু। বাংলানিউজকে জানাচ্ছিলেন এমনটি।
পাইকাররা তার বাড়ি থেকে প্রতিহালি ১০ টাকা দরে লেবু কিনছেন। এখনও তার বাগানের একেকটি গাছে ছোট বড় মিলিয়ে কয়েকশো করে লেবু রয়েছে বলেও জানান তিনি।
লেবু চাষের খরচ কেমন? এর উত্তরে তিনি জানান, অতি সামান্য, তার এক বিঘা লেবু বাগান পরিচর্যার জন্য বছরে খরচ হয় মাত্র ৫ হাজার রুপি।
শিবু গৌড়ের লেবু চাষের কথা এখন পঞ্চায়েতের গণ্ডি ছাড়িয়ে খোয়াই জেলা পরিষদেও পৌঁছে গেছে। খোয়াই জেলা পরিষদের সদস্য শঙ্কর দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার (২৫ এপ্রিল) শিবুর লেবু বাগান পরিদর্শন করেন। লেবু চাষ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেন।
পরিদর্শনের সময় শঙ্কর দাস বাংলানিউজকে জানান, জেলার যে সব মানুষের পতিত জমি রয়েছে তাদের লেবু চাষের জন্য উৎসাহ ও সহযোগিতা করার পরিকল্পনা নিচ্ছে জেলা পরিষদ। এ বিষয়ে বিস্তারিত জানতে শিবুর লেবু বাগান পরিদর্শন।
শিবু বাংলানিউজকে আরও জানান, তার লেবু চাষ দেখে গ্রামের অনেকেই এখন নতুন করে লেবু বাগান করছেন।
পাশাপাশি শিবু তার এ সাফল্যের বেশির ভাগ কৃতিত্ব স্থানীয় পঞ্চায়েতকে দিতে ভোলেননি। তিনি জানান, গ্রামপ্রধান থেকে শুরু করে গ্রামসেবক যেভাবে প্রথম থেকে সহায়তা করে আসছেন তা না করলে তার এ সাফল্য আসতো না।
বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এসসিএন/এএ