ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে সর্বধর্ম বাহাই’র সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ১, ২০১৭
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে সর্বধর্ম বাহাই’র সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে সর্বধর্ম বাহাই’র সাক্ষাৎ। ছবি: বাংলানিউজ

আগরতলা: সর্বধর্ম বাহাই’র ত্রিপুরা শাখার একটি প্রতিনিধি দল ইসরায়েলের হাইফা শহরে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবে।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রতিনিধি দলটি।

সোমবার (১ মে) আট জনের এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ড. দেবদাস সিনহা ও বিভূতি দেববর্মা।

সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দল বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রতিনিধি দলটি আগামী ৭ মে থেকে ১৭ মে ইসরায়েলের হাইফা শহরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ০১ মে, ২০১৭
এসসিএন/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।