ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

এফএফআই'র রাজ্য সম্মেলনে যোগ দেবেন সীতারাম ইয়েচ্যুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এফএফআই'র রাজ্য সম্মেলনে যোগ দেবেন সীতারাম ইয়েচ্যুরি এফএফআই'র রাজ্য সম্মেলনের প্রস্তুতি/ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া শহরে অনুষ্ঠিত হবে বাম সমর্থিত ছাত্র সংগঠন 'ভারতের ছাত্র ফেডারেশন'র (এসএফআই) ১৯তম রাজ্য সম্মেলনে যোগ দিচ্ছেন সিপিআই (এম) দলের সর্বভারতীয় সভাপতি সীতারাম ইয়েচ্যুরি।

এ উপলক্ষে সোমবার (১৫ মে) দুপুরে কেবিআই ময়দানে এক জনসভার আয়োজন করা হয়েছে। সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সীতারাম।

আরও থাকবেন দলের পলিটব্যুরো সদস্য ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, এসএফআই'র সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিক্রম সিং, এস এফ আই'র রাজ্য সম্পাদক নবারুণ দেব প্রমুখ।

সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এবার প্রধান আলোচ্য বিষয় শিক্ষায় বেসরকারিকরণ ও সম্প্রদায়িকতার বিরোধিতা করে শান্তি সম্প্রতির পরিবেশ রক্ষা করা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।