ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

শনিবার শুরু হচ্ছে ‘আগরতলা উৎসব- ২০১৭’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
শনিবার শুরু হচ্ছে ‘আগরতলা উৎসব- ২০১৭’ শুরু হচ্ছে ‘আগরতলা উৎসব- ২০১৭’

আগরতলা: স্বনামধন্য শ্যাম সুন্দর জুয়েলার্সের আয়োজনে শনিবার (২০ মে) থেকে ত্রিপুরার রাজধানী আগরতলায় শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘আগরতলা উৎসব- ২০১৭’।  

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় আগরতলার গীতাঞ্জলী অতিথিশালায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা, বিশিষ্ট শঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী প্রমুখ।

রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এ উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের বিশিষ্ট ক্লাসিক্যাল সংগীত শিল্পী কৌশিকী চক্রবর্তীসহ অনেকে। থাকবেন নৃত্য ও চিত্রশিল্পীরা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এসসিএন/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।