সোমবার (২২ মে) প্রথম পর্যায়ে কিছু পরিমাণ মাছ আইসিপি দিয়ে আগরতলায় এসে পৌঁছেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বটতলা বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক সুশান্ত দাস।
এখন থেকে নিয়মিত বাংলাদেশ থেকে মাছ আমদানি হবে এবং ধীরে ধীরে আমদানির পরিমাণ বৃদ্ধি পাবে বলে মনে করে এই মৎস্য ব্যবসায়ী।
আগরতলার আইসিপিতে আমদানিকৃত প্রাণীজ সামগ্রী পরীক্ষার পরিকাঠামো না থাকায় প্রায় এক মাস আগে বাংলাদেশ থেকে মাছ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় কাস্টমস দফতর।
অবশেষে আইসিপিতে পরিকাঠামো গড়ে আবার বাংলাদেশ থেকে মাছ আমদানি শুরু হলো। এজন্য আইসিপিতে কোয়ারেন্টাইন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ওই চিকিৎসক আমদানিকৃত মাছে বিষাক্ত ফরমালিনসহ অন্যান্য ক্ষতিকারক উপাদান আছে কি না তা পরীক্ষা করে ছাড়পত্র দিলেই মাছ প্রবেশ করবে ত্রিপুরার বাজারে।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসসিএন/এমজেএফ