ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

গবাদি পশুর বিক্রিতে নিষেধাজ্ঞার প্রতিবাদ ত্রিপুরায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জুন ১০, ২০১৭
গবাদি পশুর বিক্রিতে নিষেধাজ্ঞার প্রতিবাদ ত্রিপুরায় গবাদি পশু বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ/ছবি: বাংলানিউজ

আগরতলা: ‘পশুর উপর নৃশংসতা নিবারণ আইন-১০৬০’ ভিত্তি করে নতুন করে গবাদি পশু বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতে। এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে বামফ্রন্ট ও তাদের সহযোগী সংগঠনগুলি।

শুক্রবার (৯ জুন) সারা ভারতব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিআই (এম) এবং তাদের শাখা সংগঠন সারা ভারত কৃষকসভা ও ক্ষেত মজুর ইউনিয়ন।

এদিন সন্ধ্যায় রাজধানী আগরতলার পার্শ্ববর্তী খয়েরপুরে সারা ভারত কৃষক সভার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই (এম) দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক ও ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।

তিনি বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন।  

খয়েরপুরের পাশাপাশি এদিন সন্ধ্যায় সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়য়ের বনকুমারী ইউনিট আগরতলার গোলচক্করে গবাদি পশু বিক্রির নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি পুড়িয়ে প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, জুন ১০, ২০১৭।
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।