আগরতলায় মোদির কুশপুতুল দাহ
আগরতলা: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পুলিশের গুলিতে কৃষক নিহত হওয়ার ঘটনায় রাজ্যের বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানকে সরকার থেকে বরখাস্তে দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে সিপিআই (এমএল) ও সারা ভারত কৃষাণ সভা।
বৃহস্পতিবার (১৬ জুন) কর্মসূচিতে সামিল হয় দুটি সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন দুপুরে রাজধানী আগরতলার সিটি সেন্টারের সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা তীব্র ভাষায় সমালোচনা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের। এ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরব থাকায় তারও সমালোচনা করেন তারা।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
এসসিএন/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।