ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা সীমান্তে সন্দেহভাজন ব্যক্তি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
ত্রিপুরা সীমান্তে সন্দেহভাজন ব্যক্তি আটক

আগরতলা: ত্রিপুরা সীমান্ত থেকে নগদ টাকা ও রুপিসহ অতুলেন্দ্র ত্রিপুরা নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৩জুন) সন্ধ্যায় ত্রিপুরার দক্ষিণ জেলার মুহুরীপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

এসময় তাকে তল্লাশি করে নগদ ৬১ হাজার ৫০০ টাকা, ৩২৯ রুপি, ভারতীয় নাগরিকের কার্ড, তিনটি প্যান কার্ড এবং কয়েকজন বাঙালি ও আদিবাসী নারীর ছবি উদ্ধার করা হয়েছে।

বিএসএফ এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক কোনো উত্তর দিতে পারেনি।

সে একবার বলছে বাংলাদেশে তার কিছু সম্পত্তি ছিল, তা বিক্রির টাকা নিয়ে আসছে। আবার বলেছে অন্য ব্যক্তির টাকা।

পরে বিএসএফ তাকে বিলোনীয়া থানায় হস্তান্তর করে। থানা সূত্র জানিয়েছে, শনিবার (২৪ জুন) তাকে আদালতে হাজির করা হবে ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড চাইবে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এসসিএন/জিওয়াই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।