ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আগরতলা

ত্রিপুরার খোয়াই থেকে সাত লাখ রুপির মাদক জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
ত্রিপুরার খোয়াই থেকে সাত লাখ রুপির মাদক জব্দ

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পুলিশ ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) যৌথ অভিযানে সোমবার (২৬ জুন) রাতে এগুলো জব্দ করা হয়।

বিএসএফের ৪৮ নম্বর ব্যাটালিয়ান ও খোয়াই থানার পুলিশ যৌথভাবে দুর্গানগরের রাহুল মিঞার বাড়িতে অভিযান চালায়। এসময় বিভিন্ন ব্রান্ডের নিষিদ্ধ কফ সিরাপ, নানা ব্র্যান্ডের মদসহ বিয়ার জব্দ করা হয়।

মাদক দ্রব্যগুলো রাহুল মিঞার বাড়ির বিভিন্ন গোপনস্থানের পাশাপাশি পুকুরের পানির নিচে লুকানো অবস্থায় ছিল। যার মূল্য প্রায় সাত লাখ টাকা।

অভিযান চালানো হবে এমন সংবাদ আগেই পেয়ে রাহুলসহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।