ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আগরতলা

ত্রিপুরার সুবিধাভোগীদের মধ্যে পেশাগত সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
ত্রিপুরার সুবিধাভোগীদের মধ্যে পেশাগত সামগ্রী বিতরণ ত্রিপুরার সুবিধাভোগীদের মধ্যে পেশাগত সামগ্রী বিতরণ

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের অন্তর্গত ১৩টি পঞ্চায়েতের সুবিধাভোগীদের মধ্যে পেশাগত বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ জুন) কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির হলরুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সামগ্রীগুলো বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দুই বিধায়ক পদ্ম কুমার দেববর্মা ও মনিন্দ্র চন্দ্র দাস, ব্লকের বিডিও বিজয় সিনহা, ব্লক চেয়ারম্যান সুনীল মুন্ডা, প্রমুখ।

ব্লকের বিডিও বিজয় সিনহা জানান, ব্লকের অন্তর্গত ১৩টি পঞ্চায়েতের ৫শ' ১৪জন সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪শ’ মৎস্যজীবীর মধ্যে দু’টি করে মোট ৮শ’ অ্যালুমিনিয়ামের বড় ডেগ,  ৯০জন সুবিধাভোগীদের মধ্যে ৯০টি স্প্রে মেশিন, ১৩জন সুবিধাভোগীর মধ্যে আয়রন মেশিন (ইস্ত্রি) ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।

ব্লকের পক্ষ থেকে এই সামগ্রীগুলো দেওয়া হয়। বিতরণ করা সামগ্রীগুলোর মূল্য ১০ লাখ রুপি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ৩০, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।