ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার আমবাসা থেকে অজগর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
ত্রিপুরার আমবাসা থেকে অজগর উদ্ধার উদ্ধারকৃত অজগর সাপ

আগরতলা: ত্রিপুরার ধলাই জেলার আমবাসায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি লম্বায় প্রায় ১০ফুট। 

বুধবার (১২ জুলাই) সকালে আমবাসার মহকুমার কার্তিক দেববর্মা পাড়ার রাস্তা থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, আলুঅংমগ নামে এক নারী ওই রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথিমধ্যে সাপটিকে পড়ে থাকতে দেখেন।

এসময় তিনি সাপটিকে ধরার চেষ্টা করলে এটি তার হাতে কামড় দেয়। তারপরও তিনি সাহস করে সাপটিকে ধরে বাড়ি নিয়ে আসেন। সাপটি লম্বায় প্রায় ১০ফুট।  

পরে সাপ উদ্বারের খবরে এক ঝলক দেখতে আলুঅং'র বাড়িতে ভিড় জমান এলাকার মানুষ। কেউ কেউ আবার সাপটির সঙ্গে সেলফিও তোলেন।  

খবর পেয়ে দফতরের আমবাসা অফিসের কর্মীরা ওই বাড়িতে থেকে সাপটিকে উদ্ধার করে তাদের অফিসে নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।