‘ত্রিপুরা পেজে’র উদ্বোধনী অনুষ্ঠানে বাংলানিউজকে নিয়ে এমন মন্তব্য করেছেন ত্রিপুরার সাংবাদিক বিশেন্দু ভট্টাচার্য।
তিনি বলেন, আমরা এখন তাৎক্ষণিক খবরের ফ্ল্যাশগুলো বাংলানিউজেই পাই।
এর আগে রোববার (৩০ জুলাই) সকালে ত্রিপুরার রাজধানী আগরতলার শহীদ ভগৎ সিং রাজ্য যুব আবাসে বাংলানিউজের ‘ত্রিপুরা পেজে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন।
এ সময় আগরতলার বায়োটেকনোলজি দফতরের অফিসার অঞ্জন সেনগুপ্ত, ইউএনআই ও টাইমস অব ইন্ডিয়ার সংবাদদাতা বিশ্বেন্দু ভট্টাচার্য, পুলিশ আধিকারিক ও বিশিষ্ট লেখক অরিন্দম দেবনাথ, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার, শিক্ষিকা সীমা দেবনাথ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ লাইব্রেরির গ্রন্থাগারিক শাওলী রায়, সাংবাদিক অমিত ভৌমিকসহ রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন বাংলানিউজের আউটপুর এডিটর (ইংরেজি) এসএম সালাউদ্দিন, চিফ অব করেসপন্ডেন্টস সেরাজুল ইসলাম সেরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট মবিনুল ইসলাম ল’ এডিটর এরশাদুল আলম প্রিন্স, লাইফ স্টাইল এডিটর শারমীনা ইসলাম, কান্ট্রি এডিটর শিমুল সুলতানাসহ বাংলানিউজকর্মীরা।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এনইউ/জেডএস/এমএ/এসএইচ