ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আগরতলা

বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়ক তৃণমূল কংগ্রেসের যুব ও ছাত্র সংগঠনের আলোচনা বৈঠক

আগরতলা: ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেসের ছয়জন বিধায়ক ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর তুলসীবতি স্কুল সংলগ্ন সাবেক তৃণমূল কংগ্রেস ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সাবেক সভাপতি সুশান্ত চৌধুরী ও সাবেক ছাত্র পরিষদের সভাপতি ভিকি প্রাসাদ প্রমূখ।

এছাড়াও রাজ্যের প্রতিটি সাংগঠনিক মহকুমা ও ব্লক স্তরের নেতারা।

ভিকি প্রাসাদ বাংলানিউজকে বলেন, আগামী ৭ অথবা ৮ আগষ্ট সবাই মিলে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন।

বৈঠকে নিজেদের আলোচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া তৃণমূল কংগ্রেসের যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও বিজেপিতে যোগ দেবেন বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এসসিএন/এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।