এলাকার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার যেন এখন শ্মশান ভূমিতে পরিণত। যে দিকে তাকানো যায় সে দিকে আগুনে পোড়া নানা সামগ্রীর ছাই, ভাঙ্গা আসবাবপত্রের টুকরো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে।
একই অবস্থা থানা সহ আশেপাশের এলাকার। রাস্তার ধারে পড়ে আছে পোড়া বাইক সহ অন্যান্য সামগ্রী, ভেঙ্গে চুরমার করা হয়েছে পুলিশের গাড়ি।
এক আদিবাসী মহিলা অপহরণের গুজবে একদল দুর্বৃত্ত মঙ্গলবার(১ আগস্ট) দিনভর তাণ্ডব চালায় বোজংনগর থানা সহ গ্রোথ সেন্টারে। যার জেরে এই চেহারা নিয়েছে পুরো এলাকার।
ওই ঘটনার জেরে এখনো গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এলাকার মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বেরুতে দেখা যাচ্ছে না, এখনো পুলিশ ও আধাসেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। সব কিছু ঠিক হতে আরো দু-একদিন সময় লাগবে বলে স্থানীয় মানুষের ধারণা।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ০২, আরআই
এসসিএন/আরআই