ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় শাসক দলের নেতারও বিজেপি’তে যোগ দিচ্ছেন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
ত্রিপুরায় শাসক দলের নেতারও বিজেপি’তে যোগ দিচ্ছেন! বিজেপির নেতা হেমন্ত বিশ্বশর্মা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেস দলের ছয় বিধায়কে বিজেপি’তে যোগ দিয়েছেন। তবে এবার শাসক দল বামফ্রন্টের নেতারাও কি বিজেপিতে সামিল হতে চলছেন?

সোমবার (০৭ আগস্ট) ত্রিপুরা রাজ্যের তৃণমূলের ছয় বিধায়কের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য ত্যাগের আগে বিজেপি উত্তরপূর্ব ভারতের অন্যতম শক্তিশালী নেতা তথা অসম রাজ্যের অর্থ দফতরের মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের এমন ইঙ্গিত দেন।

ত্রিপুরাসহ উত্তরপূর্ব ভারতের নাগাল্যান্ড ও মেঘালয় রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায় এই রাজ্যগুলির শাসকদের বিক্ষুব্ধ ও প্রভাবশালী অনেক নেতা বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে নিরবে যোগাযোগ করে চলছেন।

ত্রিপুরা রাজ্যের বামফ্রন্টের কোনো নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে হেমন্ত বিশ্বশর্মা বলেন, শুধু আগামী দিনে বিজেপির জন্য অনেক ভালো খবর রয়েছে ত্রিপুরা রাজ্য থেকে। নানা দলের আরো বহু নেতা বিজেপিতে যোগদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সেই সঙ্গে তিনি আরো জানান, ২০১৮ সালের নির্বাচনে বিজেপি উত্তরপূর্বের তিনটি রাজ্যেই সরকার গঠণ করবে।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসসিএন/এমএসি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।