প্রাকৃতিক রাবার চাষে ত্রিপুরা রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে। রাজ্যের মাটি রাবার চাষের জন্য উৎকৃষ্ট।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৮ আগস্ট) সিমনা এলাকায় চাষিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
‘রাবার বাগানের সর্বোৎকৃষ্ট মানোন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাবার বোর্ডের আঞ্চলিক শাখার ডেপুটি কমিশনার পি বি কারাম্মা। এছাড়াও বোর্ডের ফিল্ড অফিসার প্রদীপ বর্মণও উৎকৃষ্ট রাবার চাষের বিষয়ে আলোচনা করেন।
মহকুমার বিভিন্ন এলাকা থেকে চাষিরা আলোচনা সভায় অংশ নেন।
বর্তমানে ত্রিপুরা রাজ্যের বাগিচা চাষের ৬০ শতাংশের বেশি রাবার চাষ হচ্ছে। এ পরিমাণকে আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে বোর্ড।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসসিএন/জেডএস