বুধবার (৯ আগষ্ট) জয়েন্ট একশন কমিটি অব সিভিল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন জনজাতি অংশের নানা বয়সী নর-িনারী নিজেদের চিরাচরিত পোশাক ও অলঙ্কার পরে সামিল হন।
এছাড়া ত্রিপুরার রাজধানী শহরে একদিনের এক মেলার আয়োজন করা হয়।
জানা গেছে, মিছিলটি রাজধানীর সুপারি বাগান এলাকার দশরথদেব স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দশরথদেব ভবনের সামনে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এসসিএন/এসআইজে/এএটি/