তিনি দয়াল আনন্দ স্কুলের ত্রাণ শিবির পরিদর্শন করেন। এই স্কুলে ৯ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।
মুখ্যমন্ত্রী তাদের কী, কী সমস্যা হচ্ছে তা জেনে দ্রুত সমাধানের জন্য তার সঙ্গে থাকা কর্মকর্তাদের নির্দেশ দেন।
প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরে খাবার, পানিসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
এদিকে খয়েরপুর এলাকা থেকে ধীরে ধীরে বন্যার পানি নামতে শুরু করেছে। এদিন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর। তিনি বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসসিএন/আরআর