ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মুখ্যমন্ত্রীর ভাষণ সম্প্রচার না করায় আগরতলায় প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
মুখ্যমন্ত্রীর ভাষণ সম্প্রচার না করায় আগরতলায় প্রতিবাদ মুখ্যমন্ত্রীর ভাষণ সম্প্রচার না করায় আগরতলায় প্রতিবাদ

আগরতলা: ১৫ আগস্ট ভারতের ৭১তম স্বাধীনতা দিবসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণ দূরদর্শন ও আকাশবাণীতে সম্প্রচার না করার প্রতিবাদ সমাবেশ করেছে সিপিআই (এম) দলের সদর মহকুমা কমিটি।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে আগরতলার আস্তাবল এলাকার আকাশবাণী আগরতলা কেন্দ্রের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, সংসদ সদস্য শঙ্কর প্রাসাদ দত্ত, দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, দলের সদর মহকুমা কমিটির সম্পাদক সুভাশিষ গাঙ্গুলী, সিপিআই (এম) বিধায়ক রতন দাস, আগরতলা পুরনিগমের পুরপারিষদ শ্যামল দে প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে স্বৈরাচারী মোদী সরকার। সাধারণ মানুষের প্রতি এই সরকারের উচ্ছেদের আহ্বান জানান বক্তরা।

এ প্রতিবাদ সমাবেশে দলের প্রচুর সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলো।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।