ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আগরতলা

আগরতলায় শান্তির স্বপক্ষে মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
আগরতলায় শান্তির স্বপক্ষে মিছিল শান্তির স্বপক্ষে মিছিল-ছবি-বাংলানিউজ

আগরতলা: প্রতি বছরের মতো এবছরও যুদ্ধবিরোধী মিছিলের আয়োজন করেছে ত্রিপুরা যুদ্ধবিরোধী মঞ্চ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ত্রিপুরা রাজ্যের প্রতিটি মহকুমাতে যুদ্ধবিরোধী মঞ্চের মহকুমা কমিটির উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়।  

মূল মিছিলটি হয় আগরতলায়।

রাজধানীর আস্তাবল ময়দানের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারাডাইস চৌমুহনীতে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের মন্ত্রী রতন ভৌমিক, স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, বন দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া, সংসদ সদস্য জীতেন্দ্র চৌধুরী, শঙ্কর প্রসাদ দত্ত ও ঝর্ণা দাসবৈদ্য, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, ত্রিপুরা বিধানসভার একাধিক বিধায়ক প্রমুখ।  

মিছিলে শিক্ষার্থী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, নার্সসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশ নেন।  

মিছিলে বেশিরভাগেরই হাতে ছিলো যুদ্ধ নয়, শান্তি চাই-প্লাকার্ড, মুখে ছিলো যুদ্ধের বিরোধিতা ও শান্তির পক্ষে স্লোগান।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।