ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আগরতলা

মাথায় বেল ভেঙ্গে বিশ্বরেকর্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
মাথায় বেল ভেঙ্গে বিশ্বরেকর্ড বিশ্বরেকর্ড গড়ে আগরতলায় ফেরেন ধর্মেন্দ্র। ছবি: বাংলানিউজ

আগরতলা: মাথা দিয়ে কাঁচা বেল ফাটিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এর দ্বিতীয় ব্যাটালিয়নের জওয়ায় ধর্মেন্দ্র সিং।

সম্প্রতি ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্বের ২১ দেশের প্রতিযোগী অংশ নেন।

সব প্রতিযোগীকে হারিয়ে ধর্মেন্দ্র সিং তিন মিনিটে সর্বাধিক সংখ্যক কাঁচা বেল ফাটিয়ে বিজয়ীর শিরোপা ছিনিয়ে নেন।

রেকর্ড গড়ে শনিবার(২ সেপ্টেম্বর) আগরতলায় ফেরেন ধর্মেন্দ্র। তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন টিএসআর বাহিনীর দ্বিতীয় ব্যাটালিয়নের অফিসারসহ জওয়ানরা। বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে বের হতেই তাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। তারপর ব্যান্ড বাজিয়ে হুড খোলা গাড়িতে করে তাকে আগরতলার বিভিন্ন রাস্তা পরিক্রম করে রাজধানীর পাশের আর কে নগর এলাকায় বাহিনীর প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ধর্মেন্দ্র সংবাদ মাধ্যমকে জানান, বহু দিনের চেষ্টায় তিনি এই জায়গায় পৌঁছেছেন। এই সাফল্য অর্জন করতে পেরে তিনি খুশী।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।