ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বামফ্রন্টের উদ্যোগে ত্রিপুরায় জনসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
বামফ্রন্টের উদ্যোগে ত্রিপুরায় জনসভা বামফ্রন্টের উদ্যোগে ত্রিপুরায় জনসভা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের শান্তি-সম্প্রীতি উন্নয়নের জন্য অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের আহ্বানে জানিয়ে ও ছয় দফা দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টায় এ জনসভা অনুষ্ঠিত হয়।  

স্থানীয় সর্বং বাজার মাঠে সিপিআই (এম) এর কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সিপিআই (এম) রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, দলের খোয়াই জেলা কমিটির সদস্য মনীন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া মহকুমার  সম্পাদক মন্ডলির সদস্য প্রনব চক্রবর্তী, অরুন দেববর্মা প্রমুখ।

বাঁশীকুবরা, গরিয়াদফাদার, পশ্চিম কুঞ্জবনসহ বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ লাল পতাকা নিয়ে ব্যান্ডের তালে তাল মিলিয়ে জনসভায় যোগ দেয়।

সমাবেশে বক্তারা বলেন, ত্রিপুরা রাজ্যের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন তারা।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।