ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আগরতলা

কর্মসংস্থান নীতির বিরুদ্ধে সিপিআই’র (এম) আন্দোলন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
কর্মসংস্থান নীতির বিরুদ্ধে সিপিআই’র (এম) আন্দোলন  সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

আগরতলা: ‘মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার, জাতীয় রোজগার যোজনা’ প্রকল্পে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করলেও ভারত সরকার সারাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যে এই প্রকল্পে অর্থের বরাদ্দ কমিয়ে দিয়েছে। এর পেছনে রয়েছে সংকীর্ণ রাজনীতি।

শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) সংক্ষেপে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

আগরতলার মেলারমাঠ এলাকার দলের রাজ্য কমিটির অফিসে হয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, গত বছর ত্রিপুরা রাজ্যে প্রায় ৯০ থেকে ৯৫ দিন কাজ হলেও এবছর ভারত সরকার ত্রিপুরা রাজ্যে মাত্র ৪৫ দিনের জন্য অর্থ বরাদ্দ করেছে। অথচ ভারতের পার্লামেন্টে আইন রয়েছে ১০০দিনের কাজ দেওয়ার।  

তিনি বলেন, এই প্রকল্প সঙ্কুচিত না করে বছরের ২শ’ দিন কাজের নিশ্চয়তা, দৈনিক মজুরি ৩শ’ রুপি করার দাবি নিয়ে আন্দোলনে যাচ্ছে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি। আগামী ১৪ সেপ্টেম্বর রাজ্যের ৫৮টি ব্লকে অবস্থান কর্মসূচি পালন করা হবে।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।